January 19, 2025, 9:19 pm

বাংলাদেশ মানবাধিকার সংগঠনের কুমিল্লার নেতৃবৃন্দদের পক্ষ থেকে কুসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা।

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়)
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসিন বাহার সূচনাকে ফুলের শুভেচ্ছা জানান বৃহত্তর কুমিল্লার মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার।

বুধবার (২৬ জুন) কুমিল্লা সিটিকর্পোরেশনের মেয়রের কার্যালয়ে ফুলের শুভেচ্ছা ও মানবিক কার্যকলাপে নারী উদ্যোক্তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর কুমিল্লা জেলার বাংলাদেশ মানবাধিকার সংগঠনের প্রেসিডিয়াম পারভেজ হোসেন বাবু ও নারী উদ্যোক্তা, দাউদকান্দি পৌর মহিলা লীগের নেত্রী তানিয়া সরকারের নেতৃত্বে এ শুভেচ্ছা ও আলোচনা সভা সম্পন্ন হয়।

বাংলাদেশ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এই কুমিল্লা কে আমরা সন্ত্রাস ও মাদক মুক্ত করে একটি সমৃদ্ধশালী কুমিল্লা গড়তে চাই। মাননীয় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আপা আমাদের পাশে থাকলে আমরা ওনার নেতৃত্বে মানবতার সেবক হিসেবে কাজ করে একটি সমৃদ্ধশালী কুমিল্লা গড়তে পারব।

এ বিষয়ে মেয়র ড. তাহসিন বাহার সূচনা বলেন, আমি সবসময় মানবতার কাজ করে আসছি। বৃহত্তর কুমিল্লার বাংলাদেশ মানবাধিকার সংগঠন মানবতার কাজ করে যাবে এবং আমি আপনাদের এই মানবাধিকার সংগঠনের সাথে আছি ও থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট একে ফয়সাল, খোরশেদ আলম টিপু, মোহাম্মদ শুভ্র, লিপি সরকার, কল্পনা আক্তার, শিউলি আক্তার, তৃশা আক্তার, লাভলী আক্তার, রাজিয়া আক্তার হেলেনা বেগমসহ দাউদকান্দি মহিলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category