মধুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী সফল করার লক্ষে পৌর বিএনপির আলোচনা সভা

- আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২৬ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।
কেন্দ্রঘোষিত এ কর্মসূচী পালন করার লক্ষে সোমবার (২৫ডিসেম্বর) সকালে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে এক সাংগঠনিক আলোচনা সভা করেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালিব হোসেন এর সন্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক।
এসময় আলোচনা সভায় ভার্চুয়াল ভাবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান জামিল শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু। এসময় নেতারা বলেন কেন্দ্র ঘোষিত আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিন বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে।‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে বলে জানান নেতৃবৃন্দ। উক্ত সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।