January 15, 2025, 9:20 am

লাকসাম বিএনপির নিখোঁজ শীর্ষ দুই নেতার উত্তরসুরী রাফসান- শাহরিয়ারকে সংবধর্না।

ইবনুল হাসান রায়হান ,কুমিল্লাঃ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪

১১ আগস্ট রবিবার লাকসামে বিএনপির শীর্ষ দুই নেতা সাবেক এমপি সাইফুল ইসলাম ( হিরু) ও হুমায়ুন কবির পারভেজ এর উত্তরসুরী রাফসান ইসলাম ও শাহরিয়ার কবির রাতুলকে সংবধর্না দেওয়া হয়েছে।
গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার বিএনপির নেতা-কর্মী সমর্থকরা জিয়া , খালেদা, তারেক জিয়া ও হিুরু – হুমায়ুনের ছবি সম্মলিত পেস্টুন, ব্যানার হাতে নিয়ে লাকসাম – কুমিল্লা সড়কের ফয়েজ গঞ্জ বাজারে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা প্রায় পাঁচ শতাদিক মোটর সাইকেল নিয়ে তাদের প্রিয় নেতা রাফসান ও শাহরিয়ারকে বরণ করে নেয়।
বহরটি লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নোয়াখালী রেলগেইটে এক পথসভার মাধ্যমে শেষ হয় ।

তারপর শহরের সাইফুল ইসলাম হিরুর বাস ভবনে নেতাকর্মীরা ফুল দিয়ে  রাফসান ও তন্ময়, শাহরিয়ারকে  ফুলেল সংবধর্না দেওয়া হয়।
সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায়  সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা গোলাম ফারুক, মনিরুজ্জামান মনির, মঞ্জুরুল ইসলাম বাচ্চু, হাজী জসিম উদ্দিন. রাফসান ইসলাম, শাহরিয়ার রাতুল ও তন্ময় ইসলাম প্রমৃখ।

হিরু – হুমায়ুন এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন হিরু-হুমায়ুন এর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যদি কোন খোঁজ পাওয়া যায় তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এসময় তিনি লাকসাম বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা দল মত নির্বিশেষে সবাই একসাথে ব্যবসা করতে পারেন কোন চাঁদাবাজ,হুমকি দাতাদের,পরোয়া না করে নির্ভয়ে ব্যবসা করুন। যদি কেউ চাঁদা চাইতে আসে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তার ব্যাপারে যথাযথ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category