January 15, 2025, 7:55 am

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত  

ইবনুল হাসান রায়হান ,কুমিল্লাঃ
  • Update Time : শুক্রবার, আগস্ট ৯, ২০২৪

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়ার আয়োজন করা হয়েছে লাকসাম উপজেলার মোদাফফরগঞ্জ ইউনিয়নের চিকোনিয়া আল নূর ইসলামিয়া মাদ্রাসা আনসারিয়া কমপ্লেক্স প্রাঙ্গনে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক, সাবেক ডাকসুর সদস্য ও বিজিএমইএ সাবেক ডিরেক্টর, ডা: রশিদ আহমেদ হোসাইনী।

এই সময় তিনি বলেন আমরা দীর্ঘ সময় পর আবার একটা সুন্দর ও স্বাধীন দেশ পেয়েছি। তাই তারেক রহমানের ও বেগম খালেদা জিয়ার কঠোর নির্দেশ যে বর্তমান পরিস্থিতি আমরা ঐক্য হয়ে মোকাবিলা করতে হবে। জনগণের জন্য কোন ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই সময় তিনি আরও বলেন যদি আপনারা চান তাহলে আমি সবার ঘরে ঘরে গিয়ে দেখা করব, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কখনোই আমার নেতাকর্মিদের রেখে আমি পালাবো না। বর্তমান বেকারত্ব কে নিয়ে তিনি বলেন আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব।

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সদস্য রেজাউর রহিম চৌধুরী, সাবেক লাকসাম উপজেলার ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম আজম, সাবেক বৃহত্তর লাকসাম উপজেলার বিএনপি সদস্য লিটন, সাবেক বহত্তর লাকসাম উপজেলার বিএনপির সদস্য একেএম আতিকুর রহমান, বাকই ইউনিয়নের যুবদলের সেক্রেটারি যোবারের, মনোহরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাহ আলম,সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন। আরও উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেসা কলেজের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন সোহেল, সাবেক ছাত্রদলের সেক্রেটারি ইলিয়াস মজুমদার, আবদুল্লাহ ইবনে জাবের সহ আরও অনেকেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category