সিলেট নগরীতে যুবকের ঝুলন্ত লা’শ উদ্ধার

- আপডেট সময় : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১৮৪০ বার পড়া হয়েছে

সিলেট নগরীর মিরাপাড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় হাকিম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
হাকিম মিরাপাড়া এলাকার আবুল বাশারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।