মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন

- আপডেট সময় : ০৪:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৮২০ বার পড়া হয়েছে

পয়লা বৈশাখ উপলক্ষে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে পালন। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আরেক বছরে পর্দাপণ করেছে বাঙালি। নতুন বছর শুরুর এ দিনটি বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বর্ষবরণে উৎসবে প্রাণের ছোঁয়ায় মেতেছেন মৌলভীবাজারবাসী।
মঙ্গল শোভাযাত্রা জানান দেয়- মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।
আজ সকালে পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় বাংলা নতুন বছর ১৪৩২-কে বরণ করতে মৌলভীবাজারে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘটনগুলো। এদিকে জেলার উপজেলাতেও বর্ষববরণ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।