মৌলভীবাজারে সেলুনগুলোতে মানুষের উপচেপড়া ভিড়

- আপডেট সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ১৮৬৬ বার পড়া হয়েছে

রাত পেরোলেই ঈদ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কেনাকাটা প্রায় শেষ। এখন সময় নিজেকে সাজিয়ে নেয়ার। তাইতো ছোট-বড় সবাই ছুটছেন সেলুনে। মানুষের চাপে সেলুনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
সরজমিনে মৌলভীবাজার পৌর শহরের ঘুরে দেখা যায়, সেলুনগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। সিরিয়াল নিয়ে অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘণ্টা ধরে।
সোমবার ৩০ মার্চ মৌলভীবাজার, চৌমুহনী,পশ্চিমবাজার,কুসুমবাগ.বেরীরপাড়সহ আশেপাশের এলাকাঘুরে এ চিত্র দেখা যায়।
মৌলভীবাজার কুসুমবাগ এলাকার একটি সেলুনে চুল কাটাতে আসা রিপন মিয়া বলেন, ঈদের আগে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ঈদের নামাজে যাওয়ার জন্য শেষ সময়ে সেলুনে এসেছেন। রমজান মাসে কাজের চাপ বেশি থাকে। কর্মব্যস্ততায় চুল কাটানের সময় পাইনি। তাই আজকে চুল কাটাতে এসেছি।
কুসুমবাগ এলাকার একটি সেলুনের কর্মচারী কাজল শীল বলেন, রমজান মাস এর শেষ দিকে এসে কাজের চাপ বেড়ে যায়, চাঁদরাত এলেই ভিড় আরো বেড়ে যায়। কাস্টমারের চাপ সামাল দিতে কষ্ট হয়ে যায়। কাজের চাপে দম ফেলার সুযোগ পাচ্ছি না। কালকে সারারাত কাজ করেছি। আজকেও সারারাত কাজ করতে হবে। কাস্টমার শেষ করতে পারব কিনা সন্দেহ।
কুসুমবাগ এলাকার একটি সেলুনের মালিক হরিদন শীল দাশ বলেন আজ সকাল থেকে আরো বেশী ভিড় বাড়তে শুরু করেছে। সিরিয়াল দিয়ে কাস্টমারদের বসিয়ে রেখেছি। কাজ শেষ হতে হতে ভোর হয়ে যাবে। কাস্টমার খুশি হয়ে উপহার দিয়ে যায়। তবে বকশিস নিয়ে অভিযোগ নেই কাস্টমারদের।