কুলাউড়ায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১৯৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১১ মার্চ উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢুলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।