লাকসামে APL-2025 ক্রিকেট খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯৩৯ বার পড়া হয়েছে

“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” এই প্রতিপাদ্য নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (০৭-০২-২০২৫) শেষ হলো লাকসাম উপজেলার আউশপাড়া প্রিমিয়ার লীগ (APL-2025) সিজন-১৭ ডে-নাইট ক্রিকেট খেলা।
এ সময় অতিথিরা বক্তব্যে বলেন মাদক মুক্ত সমাজ গড়তে হলে যুব সমাজকে খেলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে লিপ্ত রাখে, সেই সাথে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা সহ সমাজের উন্নয়নমূলক নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে যুবসমাজ কে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বিভিন্ন গেমসের আসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নাই।
খেলায় রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড়দের মধ্যে ৩ ভাগে ক্রিকেট লাভার্স, ক্রিকেট হিরোস ও ক্রিকেট কিংসেস দল গঠন করা হয়। গ্রুপ পয়েন্টের শীর্ষে থাকা ২ দল নিয়ে ফাইনাল হয়। মাষ্টার এমরান হোসেন ভূঁইয়া এর তত্বাবধানে ও ইয়ারা মোটরস এর সৈজন্য এলাকার যুবসমাজ ও প্রবাসীদের সহোযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রতিবছরই এই খেলার আয়োজন করা হয়।
এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন পাটোয়ারী, এড. সালেহ আহমেদ পাটোয়ারী, ডা: বেলাল হোসেন ভূঁইয়া, রোম্মান রায়হান মানিক, বদিউল আলম , শিব্বির পাটোয়ারী, মাসুদ ভূঁইয়া, তোহা ভূঁইয়া, ইবনুল হাসান রায়হান, মনির ভূঁইয়া, ডা. হেদায়েতুল উল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।