December 26, 2024, 10:44 am

সাংবাদিক কন্যার বিবাহ সম্পন্ন,শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি।

বিশেষ প্রতিবেদক,ইউকে।
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

গত ১ ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের সফল ছাত্র সঙ্গগঠক, সাংবাদিক ও সমাজ সেবক আনওয়ার হোসেনের মেয়ে নাঈমার সাথে ইউকে প্রবাসী মোঃ জাকারিয়ার শুভ বিবাহ সম্পন্ন হয়।
দিনটি আর দশটি দিনের মতো শুরু হলেও এ দিনটির গুরুত্ব অনেক বেশি। পারিবারিক ভাবে গত ১ ডিসেম্বর একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই দম্পতি ।
বন্ধু-শোভাকাঙ্খীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন সাংবাদিক কন্যা নাঈমা । সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন কে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা।

জানতে চাইলে জাকারিয়া বলেন, আল্লাহর রহমতে একজন মনের মতো সহধর্মিনী পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। আগামী দিনগুলো হাসি আনন্দে কাটাতে পারি এই দোয়া করবেন সবাই।
দেশ-বিদেশের আন্তর্জাতিক সাংবাদিক নির্যাতিত কণ্ঠস্বর এর আহব্বায়ক মোঃলাবলু মিয়া এক শুভেচ্ছা বার্তায় জানান

আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা এজিআইসিও-এর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ আনওয়ার হোসেইন এর কন্যার শুভ বিবাহের এই মাহেন্দ্রক্ষণে, আমরা দেশ-বিদেশের আন্তর্জাতিক সাংবাদিক নির্যাতিত কণ্ঠস্বর প্রতিনিধি, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এই শুভক্ষণে আমরা প্রার্থনা করি, নবদম্পতির জীবন ভরে উঠুক অফুরন্ত সুখ, শান্তি, আর সমৃদ্ধিতে। তাদের সম্পর্ক হোক ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার মজবুত বন্ধনে আবদ্ধ।
“আনন্দে ভরে উঠুক তাদের দাম্পত্য জীবন এবং মানবতাবাদী আদর্শে তারা থাকুন দৃঢ় ও অনুপ্রাণিত।”
নাঈমা শিক্ষা জীবনে কুইন মেরী ইউনিভার্সিটি থেকে ল তে গেজুয়েশন সমপন্ন করেন এবং জাকারিয়া একই বিশ্ববিদ্যালয় থেকে মেতস এর উপর গেজুয়েশন সমপন্ন করেন, নাঈমা বাংলাদেশী বংশদূত এবং জাকারিয়া এরাবিয়ান বংশদূত দুজন-ই কর্মজীবনে ইউকে তে স্থায়ীভাবে বসবাস করছেন ।

নাঈমার বাবা সাংবাদিক ও সমাজ সেবক আনওয়ার হোসেন

মুক্তিযুদ্ধের সফল ছাত্র সঙ্গগঠক, সাংবাদিক ও সমাজ সেবক আনওয়ার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন , দেশ বিদেশের অসংখ্য সাংবাদিক , লেখক , কলামিষ্ট ও আমার সহকর্মী বৃন্দ আমার মেয়ের বিয়েতে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন , আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই , সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category