September 20, 2024, 11:29 pm

আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে, যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, আগস্ট ২১, ২০২৪
আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে, যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশনের কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে।

একটি বেইলি সেতু ক্ষতিগ্রস্থ হওয়ায় আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে। এদিকে সীমান্তবর্তী অন্তত ১০টি গ্রামে ঢুকেছে উজান থেকে নেমে আসা ঢলের পানি।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারি বর্ষণ শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০টি গ্রামে পানি ঢুকে পড়ে। পানিতে তলিয়ে যায় আখাউড়া-আগরতলা সড়কের গাজীরবাজার এলাকায় জাজিরা খালের ওপর একটি বেইলি সেতু।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনেও পানি ঢুকেছে। ফলে যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পানির তোড়ে স্থলবন্দর সড়কের পাশে আমদানি-রপ্তানিকারকদের বেশ কয়েকটি অফিসও তলিয়ে গেছে।

এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, ‘আজ বুধবার সকালে ভারত থেকে তীব্র বেগে আসা পানি আখাউড়ায় ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি ওঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের বেইলি সেতু তলিয়ে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে।’

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘আজ সকালে বন্দরে কয়েকটি মাছের পিকআপ ভ্যান এসেছে। তবে জলাবদ্ধতার কারণে বড় ট্রাকগুলো আসতে পারেনি। এর ফলে রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।’

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজলা পারভীন বলেন, ‘ঢলের পানিতে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ইমিগ্রেশনের কার্যক্রমও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ মেরামত করেছে। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category