কুমিল্লায় সদর থেকে চুরি হওয়া ২০টি ময়লা টানার ভ্যান উদ্ধার করে সেনাবাহীনির হাতে তুলে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি করলেজের শিক্ষার্থীরা। জেলার ধর্মপুর এলাকা থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্য এসব ভ্যান কেনা হয়।
ধর্মপুর এলাকায় তোহা হাউজিংয়ের পেছন থেকে এসব ভ্যানের মালামাল খুলে আলাদা করার সময় গতকাল বুধবার বিকেলে সেগুলো উদ্ধার করেন শিক্ষার্থীরা।
ধারণা করা হচ্ছে, নতুন এই ভ্যানগুলো চুরি করার পর ওই জায়গায় রেখে মালামাল খুলে বিক্রির প্রক্রিয়া চলছিল।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর ভুঁইয়া বলেন, ‘শিক্ষার্থীরা কিছু ময়লা টানার ভ্যান উদ্ধার করে কলেজের ক্যাম্পাসে নিয়ে এসেছিল। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার জন্য।’
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোম্যান শর্মা বলেন, ‘একটি প্রজেক্টর আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবর্জনা পরিষ্কার করার জন্য এইসব ভ্যান তৈরি করা হয়েছিল। কিন্তু এগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমিও খোঁজাখুঁজি করেছি। শুনেছি শিক্ষার্থীরা সেগুলো উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।’
স্থানী সুত্রে জানা যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি করলেজের শিক্ষার্থী মোহাম্মদ মেহদী হাসান এর নেতৃত্বে ছাত্রদের একটি টিম ভ্যান গুলা উদ্ধার করে।
Leave a Reply