October 8, 2024, 6:37 am

জমিজমা সংক্রান্ত বিরোধে গুলা-গুলি, আহত ১০

নিজস্ব সংবাদ দাতাঃ
  • Update Time : রবিবার, এপ্রিল ৭, ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গোরারাই এলাকায় পারিবারিক দ্বন্দের জেরে শর্টগানের গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭ জন। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গুরারাই গ্রামে ঘটনাটি ঘটে।

আহত মো. জমির হোসেন (২৫) এর ছোট ভাই জামাল হোসেন আমাদের প্রতিনিধি কে জানান, শনিবার বিকেল চার টার দিকে গুরারাই বাজারে জমিজমা নিয়ে রিপনের সাথে খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে ফরহাদ এর কথাকাটি হয়। এরই জের ধরে রিপন তাঁর লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে এলোপাতাড়ী গুলি শুরু করে।

এসময় আহতহন গুরারাই, অলিমপুর গ্রামের মো আফজল হোসেন এর ছেলে জমির হোসেন (২৫), শামীম আহমদ (২৫) সোহেল মিয়া(৩০), ফরহাদ (৩৫) আরমান মিয়া (৩৪) হাবিবুর রহমান (২২) কাদিরমিয়া (৩০) রাহিম মিয়া (২২) শিহাব মিয়া (৩০) সৈয়দ মুফাচ্ছিল (৪৫) । আহতদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশংকাজনকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন জেড নিউজ কে জানান, জমিজমার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাইসেন্সকৃত বন্দুক জব্দ করে নিয়ে এসেছি। তবে রিপন পালিয়ে গিয়েছে। তাঁকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category