October 8, 2024, 6:06 am

নন্দীগ্রামে জাতীয় মহিলা সংস্থায় স্বনির্ভর পাঁচ নারী পুরস্কৃত

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১১, ২০২৪

শেখ ফরিদ স্টাফ রিপোটার।

বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্বনির্ভর ৭জন নারীকে পুরস্কৃত করেছে জাতীয় মহিলা সংস্থা।
গতকাল সোমবার বিকেলে সংস্থার হলরুমে অর্ধশতাধিক নারীর উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করা হয়। নন্দীগ্রাম জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির। এসময় তাঁতশিল্প, গরুর ফার্ম ও নারী নেতৃত্ব ক্যাগাটরিতে উপজেলার ৭জন নারীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন- উপজেলার কালা সিংড়া গ্রামে তাঁতশিল্প গড়ে স্বনির্ভর রোজিনা বেগম, গরুর ফার্মে স্বনির্ভর নন্দীগ্রাম বৈলগ্রামের মঞ্জুয়ারা বেগম, নারী নেতৃত্বে দুইজন দক্ষিণপাড়ার শান্তা খাতুন ও হিন্দুপাড়ার রেখা রানী, সেলাই প্রশিক্ষণে স্বনির্ভর দক্ষিণপাড়ার খাদিজা বেগম, কচুগাড়ীর জান্নাতি খাতুন এবং উপজেলার তেঘরী গ্রামের শ্যামলী বেগম।
পুরস্কার ও সনদ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার, তথ্য কেন্দ্রের সহকারী কর্মকর্তা আরসিন খাতুন, নারী নেত্রী মনোয়ারা জেসমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category