অন্তর আহমেদ, নওগাঁ : বিকেল ৪ টায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মানাপ এর সভাপতি, উত্তম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৪ উপলক্ষে জননী সাহসিকা সুফিয়া কামাল পদক প্রদান করা হয় তিনজন মহিষী নারীকে। শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় পুতুল রানী ব্যানার্জী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় মোছা: মর্জিনা বেগম ও সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় নাইস পারভীন’কে।
এসময় বক্তব্য রাখেন, কবি, সাহিত্যিক,গবেষক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক এস এম শামসুল আলম, মানাপ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা চন্দন কুমার দেব ও মোঃ বেলাল সরদার, সাহিত্যিক ও গবেষক এম এম রাসেল, সহকারী অধ্যাপক গুলশান আরা মুনি, বিশিষ্ট সাংস্কৃতিকজন সুবল চন্দ্র মন্ডল।
উল্লেখ্য,পদক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সঙ্গীত নিকেতন নওগাঁর সংগীতানুষ্ঠান, নওগাঁ ত্রিতাল একাডেমির নৃত্যানুষ্ঠান ও মানাপ নওগাঁর নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সর্বত্র উপস্থিত ছিলেন নওগাঁর সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানাপ পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।
Leave a Reply