সর্দার মোরছালিম বাবলা দিনাজপুর জেলা প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর সোনার দেশ- স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
স্বাগত বক্তব রাখেন পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মোর্শারফ হোসেন।
উক্ত আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক, পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের দপ্তর সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব দিনাজপুরের বিভাগীয় প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আরী ইদন, জেলা বস্তা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ মহসিন আলী, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে পাট দিবসের একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply