October 8, 2024, 5:51 am

দিনাজপুরে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪

সর্দার মোরছালিম বাবলা দিনাজপুর জেলা প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর সোনার দেশ- স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
স্বাগত বক্তব রাখেন পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মোর্শারফ হোসেন।
উক্ত আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক, পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের দপ্তর সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব দিনাজপুরের বিভাগীয় প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আরী ইদন, জেলা বস্তা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ মহসিন আলী, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে পাট দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category