December 6, 2024, 11:28 pm

নন্দীগ্রামে ৫০জন নারী উদ্যোক্তার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২২, ২০২৪

শেখ ফরিদ স্টাফ রিপোটার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫০জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা, উদ্যোক্তা তৈরিসহ নানান তথ্য পরামর্শ দেন প্রশিক্ষকরা।
গতকাল রোববার দুপুরে নন্দীগ্রাম জাতীয় মহিলা সংস্থার ট্রেনিংকক্ষে বিশেষ বৈঠকে সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস ‘লাল সবুজ ডটকম’ সম্পর্কে নারী উদ্যোক্তাদের অবহিত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী। উপস্থিত ছিলেন তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার, তথ্য কেন্দ্রের সহকারী কর্মকর্তা আরসিন খাতুন, ই-কমার্স ঢাকার প্রশিক্ষক সৈয়দ রাকিবুল হকসহ কর্মকর্তারা।
তথ্যকেন্দ্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার তথ্য-আপা প্রকল্পের উদ্যোগে পরিচালিত ই-কমার্স প্লাটফর্ম ‘লাল সবুজ ডটকম’। দেশের গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস। প্রতিটি উপজেলায় গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে লাল সবুজ ডটকম। নারীরা তাদের উৎপাদিত পণ্য তথ্যকেন্দ্রের মাধ্যমে এই মার্কেটপ্লেসে বিক্রয় ব্যবস্থা করতে পারবেন। এজন্য নন্দীগ্রাম উপজেলার ৫০জন নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্যের বিবরণ, ছবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category