নেত্রকোনা প্রতিনিধি
কোমলমতি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সুষ্ঠু জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করার জন্য বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
শনিবার বিকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলা প্রশাসন আয়োজিত জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানের সভাপতিত্বে ও দেউটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন সরকারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি ) নাজনীন আক্তার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপিল উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply