মোল্লা আজিজুল বরিশাল ব্যুরোঃ
বরিশাল-১ আসনে কোন রকম বিশৃংখলা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। এই আসনে আওয়ামীলীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭ শত ৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। ভোটে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১ শত ২২ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. তুহিন আম প্রতীক পেয়েছেন ১ হাজার ২ শত ১৮ ভোট।
রোববার রাতে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন নির্বাচনী নিয়ন্ত্রন কক্ষ থেকে ঘোষিত বেসরকারী ফলাফলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার মোট ৬০ টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নৌকা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭ শত ১৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫ শত ৯১ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. তুহিন আম প্রতীক পেয়েছেন ৪ শত ১৪ ভোট।
অপরদিকে গৌরনদী সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান নির্বাচনী নিয়ন্ত্রন কক্ষ থেকে ঘোষিত বেসরকারী ফলাফলে জানা গেছে, গৌরনদী উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নৌকা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৬৪ ভোট, দ্বিতীয় অবস্থানে এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫শত ৩১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. তুহিন আম প্রতীক পেয়েছেন ৮ শত ৪ ভোট।
Leave a Reply