মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধ
নেত্রকোণা -৫ (পূর্বধলা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলে ফকিরের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও কর্মী সমর্থকদের কুপিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে মাজহারুল ইসলাম সোহেল ফকির তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির সাংবাদিকদের বলেন, গতকাল ২ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকেই পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা, স্বরিশতলা বাজার, ইচুলিয়া বাজার, নারায়ণডহর বাজার, শিমুলকান্দী বাজার ও নারান্দিয়া বাজারসহ ১১টি ইউনিয়নে নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে এবং অন্তত ১০ নেতাকর্মীকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। এতে রাকিব মিয়া, তুষার মিয়া, নজরুল মিয়া, মোস্তুফা মিয়া, বোরহান মিয়াসহ নেতাকর্মীদের কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। রাতেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী সহিংসতা থেকে পরিত্রান ও ভোটারদের নিরাপদে ভোট প্রদানের পরিবেশ তৈরি করে দেয়ার জোর দাবি জানান। এঘটনায় স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির বাদি হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply