December 6, 2024, 10:31 pm

কালিহাতীর ইছাপুরে বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম তালুকদারের রাত্রিকালীন উঠোন বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ৩, ২০২৪

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৩৩ টাংগাইল-৪ কালিহাতী আসনের মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারের রাত্রিকালীন উঠোন বৈঠক অনুষ্ঠিত। মঙ্গলবার (২ জানুয়ারি) ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন উঠোন বৈঠক সাবেক প্রধান শিক্ষক লেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও কালিহাতী আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। আরো উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গভর্মেন্ট প্রসিকিউটর মোঃ আজিজুর রহমান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন শিকদার, মীর শফিউল আফছার, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব হোসেন, আলহাজ্ব খোরশেদ আলম, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, বাংড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহিদুল হাসান, বাংড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার শহিদুল ইসলাম। কনকনে শীতের মধ্যে অসংখ্য মা বোনদের উপস্থিতি প্রমাণ করে কালিহাতীতে নৌকা এগিয়ে আছে। উপস্থিত সকলেই ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারের গলায় বিজয়ের মালা পড়াবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category