মোঃ সোহেল নেত্রকোনা প্রতিনিধি:
বারহাট্টায় নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র নির্বাচনী জনসভা
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী -২০২৪ সংসদীয় আসন-১৫৮, নেত্রকোণা-০২ (নেত্রকোণা সদর- বারহাট্টা) বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোপালপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খায়রুল কবীর খোকনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রণি, এস.এম. রেজাউল হাফিজ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, মাহফুজুল ইসলাম লিংকন, জেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুল মুর্শেদ অমি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জালাল উদ্দিন তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমিরুন্নাহার খানম জবা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও আওয়ামী ও সহযোগি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply