October 8, 2024, 5:57 am

টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি জাফর সম্পাদক নাসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

সৈয়দ মহসীন হাবীব, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি এ‍্যাডভোকেট জাফর আহমেদ সম্পাদক মো: নাসির উদ্দিন নির্বাচিত।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। সহকারি নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট এস. আকবর খান ও আনন্দ মোহন দে। নির্বাচনে সর্বমোট ৭৪ ভোটারের মধ্যে ৭৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
সভাপতি পদে এ্যাডভোকেট জাফর আহমেদ ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি বিমান বিহারী দাস পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহব্বত হোসেন পেয়েছেন ৩২, একরামুল হক খান তুহিন পেয়েছেন ২ ভোট। ৫১ ভোট পেয়ে কাজী তাজউদ্দিন রিপন প্রথম ও ৪৩ ভোট পেয়ে ইফতেখারুল অনুপম যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বি মহিউদ্দিন সুমন পেয়েছেন ৩২ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে কাজী হেমায়েত হোসেন হিমু বিজয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বি শফিকুজ্জামান খান মোস্তফা পেয়েছেন ২৮ ভোট। ৪৭ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার মাসুদুল আলম, প্রতিদ্বন্দ্বি মোস্তাক আহমেদ পেয়েছেন ২৪ ভোট। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাফর-নাসির পরিষদের সহ-সভাপতি পদে কাজী জাকেরুল মওলা, শাহাবুদ্দিন মানিক, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহিম, লাইব্রেরী ও দফতর সম্পাদক পদে অরণ্য ইমতিয়াজসহ কার্যকরী সদস্য পদে হাবিবুল্লাহ্ কামাল, মামুনুর রহমান মিয়া, মো. শামীম আল মামুন, জোবায়েদ মল্লিক বুলবুল ও কাদির তালুকদার নির্বাচিত হন। উল্লেখ্য, নির্বাচনে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে তিনজন, যুগ্ম সম্পাদক পদে তিন জন, সাংস্কৃতিক সম্পাদক পদে দুই জন ও ক্রীড়া সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিশেষভাবে উল্লেখ্য টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে জাফর নাসির পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category