January 2, 2025, 10:57 pm

বগুড়া-৪ আসনে হ্যাট্রিকের পথে এমপি তানসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

শেখ ফরিদ স্টাফ রিপোটার।

আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে সংসদ সদস্য হিসেবে এবার হ্যাট্রিকের পথে পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন। এবার নির্বাচিত হলে টানা ৩ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও, বিএনপি’র সংসদ সদস্য মোশারফ হোসেনের পদত্যাগের পর ১১তম জাতীয় সংসদীয় উপনির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে মশাল প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ১৪ দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। সাধারন জনগন ও ভোটার রা বলছেন, যেহুতু বিএনপি নির্বাচনে প্রার্থী দিচ্ছেনা, সেই সমীকরনে বড় রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাশীন আওয়ামীলীগের নৌকা প্রতিক এগিয়ে থাকবে। সুতরাং আসনটিতে এবার নৌকা জয়লাভ করলে টানা ৩য় বারের মত সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক করবেন জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য এবং জাসদ বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন। পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ১৪ দলের প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন কালে নন্দীগ্রাম-কাহালুর সর্বাধিক উন্নয়ন করেছি। উপজেলার প্রতিটি রাস্তাঘাট, সড়ক, মহাসড়ক পাকা করনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছি। শিক্ষার মান উন্নয়নে অসংখ্য বহুতল ভবন শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করেছি। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনের দোর-গোড়ায় পৌছে দিয়েছি। বিগত সব সংসদ সদস্যের উন্নয়ন মূলক কর্মকান্ড পর্যালোচনা করে আসন্ন দ্বাদস সংসদ নির্বাচনে জনগন এবারও আমাকে (নৌকা মার্কায়) ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন।

উল্লেখ্য, আসন্ন দ্বাদস সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে এবার ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন, ১৪ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন এমপি (নৌকা মার্কা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল মার্কা), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (ডাব মার্কা), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা (ঈগল মার্কা), স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান (ট্রাক মার্কা)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category