মোঃ খান সোহেল
নেত্রকোনা প্রতিনিধ
আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নেত্রকোনা প্রিজাইডিং অফিসার জেলা প্রশাসক কার্যালয় হতে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের ৫ টি আসনের প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টায় প্রার্থীরা নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক পেয়ে মূল প্রচার প্রচারণা শুরু করবে।
প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থী হলো, নেত্রকোনা -১ আসনে মোশতাক আহমেদ রুহী আওয়ামী লীগ (নৌকা) ,জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র (ট্রাক) , আফতাব উদ্দিন স্বতন্ত্র (ঈগল) আহমদ শফী মুক্তিজোট(ছড়ি), গোলাম রব্বানী জাপা(লাঙ্গল)।
নেত্রকোনা -২ আসনে আশরাফ আলী খান খসরু আওয়ামী লীগ (নৌকা) ,আরিফ খান জয় স্বতন্ত্র (ঈগল), সুব্রত সরকার স্বতন্ত্র (ট্রাক),এবিএম রফিকুল হক তালুকদার বি এন এম (নোঙ্গর), আজহারুল ইসলাম খান বাংলাদেশ কংগ্রেস (ডাব), ইলিয়াস ইসলামী ঐক্যজোট (মিনার),রহিমা আক্তার (আসমা সুলতানা) জাপা(লাঙ্গল),
নেত্রকোনা -৩ অসীম কুমার উকিল (নৌকা) , ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু স্বতন্ত্র (ট্রাক) , মন্জুর কাদের কোরাইশী স্বতন্ত্র (ঈগল) , মিজানুর রহমান খান তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), এহতেশাম সারওয়ার ইসলামী ঐক্যজোট (মিনার), জসীম ভূঁইয়া জাপা(লাঙ্গল)।
নেত্রকোনা -৪ আসনে সাজ্জাদুল হাসান আওয়ামী লীগ (নৌকা),আল- মামুন তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), মুশফিকুর রহমান জাসদ( মশাল), এডভোকেট লিয়াকত আলী খান জাপা(লাঙ্গল)।
নেত্রকোনা -৫ আসনে আহমদ হোসেন আওয়ামী লীগ (নৌকা), আনোয়ার হোসেন স্বতন্ত্র ( ঈগল), আব্দুল ওয়াহহাব হামিদী তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), ওয়াহিদুজ্জামান আজাদ জাপা(লাঙ্গল)
বরাদ্দের পর থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
উল্লেখ্য, প্রতীক বরাদ্দ হওয়ার আগে গতকাল আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগ ও শরিক দলের প্রার্থীরা নৌকা এবং জাতীয় পার্টি লাঙল প্রতীকে নির্বাচন করবে।
Leave a Reply