মহান বিজয় দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি

- আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ১৮৩৭ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আলোচনা সভা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কার্যকরী পরিষদের মাসিক সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়।ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,কার্যকরী কমিটির সদস্য মো: আব্দুল হাছিব প্রমুখ।
সভায় বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ আরো বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্তও গৃহীত হয়।