January 15, 2025, 12:37 pm

ঢাকা-ইতালি রোডে ফ্লাইট চালু দীর্ঘ ৯ বছর পর

জেড নিউজ ডেক্সঃ
  • Update Time : সোমবার, এপ্রিল ৮, ২০২৪

দীর্ঘ ৯ বছর পর আবারও চালু হয়েছে বাংলাদেশ বিমান (বলাকা) ঢাকা-ইতালির ফ্লাইট।

গত বুধবার এমপি, সাংবাদিক ও বিমান কর্তৃপক্ষের একটি বহর নিয়ে রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে ঢাকা-ইতালি ফ্লাইটের উদ্বোধন করা হয়।

জানা গেছে, ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীরা যদি সদাচরণ সঠিক সেবা পান, তবে এ রুটে নতুন করে যাত্রী চলা শুরু হবে। তারা তাদের সেবা নিশ্চিতের মাধ্যমে পুনরায় এই রুট দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে ইতালি প্রবাসী আনিচুজ্জামান আনিস বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ায় আমরা আনন্দিত।

এর আগে লোকসানের কারণে ২০১৫ সালের ৬ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় এই রুটের ফ্লাইট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category