নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
সাদরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনি বার ফুটবল ফাইনাল খেলা ৮ইমার্চ বিকাল ৫ঘটিকার সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদর পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার টদছড়ি ইউনিয়ন চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবার্হী কমিটির সদস্য সাখাওয়াত হোসাইন, সাবেক মেম্বার ওসমান গনি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা,স্পন্সর, সাগর ফামের্সী উজ্জ্বল নাথ,দিদারুল আলম, মিজানুর রহমান চন্নু শাকিলা সুলতানা, মোঃ আব্দুল হক, আব্দুল জাব্বার, মোজাফফর আহমদ, মোঃ এনাত,শাফিউল্লাহ,হাজী শফিউল আলম, নুরুল আমিন নয়ন,শরিয়ত উল্লাহ, কাউছার আলমগীর আরাফাত, শহিদুল ইসলাম খোকন , শহিদুল্লাহ শহিদ,মোঃ শওকত হোসাইন, মোঃ জুবাইর,জুয়েল মাহমুদ, জিয়া উদ্দীন পামেল,খেলা পরিচালনা কমিটির তারে কুল ইসলাম সমুন,মোঃ ওসায়েদ সজিব তাসিন,তৌহিদুল ইসলাম জুনায়েদ,
Leave a Reply