রাজশাহীর গোদাগাড়ী থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ আসামী মোঃ রুবেল @ সুমন (২৯)’কে আটক করেছে র্যাব।
মো:মেহেদী হাসান মিলন
ভ্রাম্যমান প্রতিনিধি, রাজশাহী
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
৩১ জানুয়ারি ২০২৪ তারিখ সময় বিকাল- ১৬.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজবাড়ী হাট নামক এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন-৫০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০২টি উদ্ধার করেন এবং আসামী মোঃ রুবেল সুমন (২৯), পিতা-মোঃ মাহাতাব, সাং-আলীগঞ্জ আদর্শগ্রাম, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর’কে গ্রেফতার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক যোগে গোদাগাড়ী হতে রাজশাহী মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র্যাবের গোয়েন্দা দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী হাটে যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে একই তারিখ উপরোক্ত ঘটনাস্থল পাঁকা রাস্তার উপর ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ইজিবাইকে যাত্রীবেশে থাকা ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম ০১জন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহতল্লাশী করে তাহার ট্রাউজার প্যান্টের সামনের কোমরের সহিত বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply