আশুলিয়ায় গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি করে হত্যা: ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

- আপডেট সময় : ১০:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮৪০ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগ সহ-সভাপতি রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সে আশুলিয়া থানার ভাদাইল এলাকার মোঃ চান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আশুলিয়া থানা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে গ্রেফতার এড়াতে বিএনপির নেতাদের ম্যানেজ করে এতদিন পলাতক ছিলেন রাজু। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি রাজু।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আশুলিয়া থানার একটি চৌকস টিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদকে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি রাজু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে একাধিক হত্যার নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, আসামি রাজু কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা গত জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইলে জমায়েত হতে থাকেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় সাভার আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহীদ হন। এমন অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে