January 3, 2025, 3:31 am

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি

আইন ও আদালত ডেক্সঃ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪
প্রধান বিচারপতির সঙ্গে নতুন চার বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত চার বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া চার বিচারপতি হলেন– বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

এর আগে ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার জন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এদিন রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট আন্দোলনের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন- বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে বিচারপতি আশফাকুল ইসলাম পদত্যাগ না করে স্বপদে বহাল আছেন।

পরে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেওয়া হয়। ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে ছয় জন বিচারপিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category