January 3, 2025, 3:40 am

নন্দীগ্রামে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২২, ২০২৪

শেখ ফরিদ স্টাফ রিপোটার

  • সকল আধিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমিটির পক্ষ থেকে শীতার্ত ক্ষুদ্র নৃগোষ্টির আদিবাসী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। রবিবার (১শে জানুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বটতলা এলাকায় উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি অমল মাহাতো’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শ্রীকান্ত মাহাতো। আমন্ত্রিত বিশেষ অতিথী ছিলেন, উপজেলা ভাইস চেয়ার শ্রী দুলাল চন্দ্র মহন্ত, পৌর মেয়র আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, শেরপুর উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র ঘোষ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক আমিনুল ফরিদ, আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি কানাই রাম চোহান, সাধারন সম্পাদক ফনি বর্মন, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র বর্মন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category