পাথরঘাটায় আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে সুন্দরবন বন বিভাগ।
আজ মঙ্গলবার বিকেলে হরিণটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া চিত্রা হরিণটির আনুমানিক বয়স পাঁচ বছর। ওজন প্রায় ৫৫ কেজি। হরিণটির পেছনের বাঁ পায়ে ক্ষত ছিল। পেট এবং ঘাড়েও ক্ষতচিহ্ন আছে।
বন বিভাগ জানিয়েছে, হরিণটি ঠিকমতো হাঁটতে পারছে না। ব্যাটারি চালিত রিক্সা করে হরিণটি পাথরঘাটা পশু চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে। আপাততো হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা শেষে হরিণটিকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply