সংবাদ শিরোনাম :
ব্রেকিং ::
জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১
জুড়ী প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ২৪০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা ডোমাবাড়ী গ্রামের মুজই মিয়ার ছেলে সোহেল আহমেদ সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত হন এবং ছোটভাই আহত ।
বুধবার ৩০শে জুলাই আনুমানিক রাত ৮ ঘটিকায় সোহেল আহমেদের ছোট ভাইয়ের মানি বেগ সেফটি ট্যাংকে পড়ে যায়। মানি বেগ তুলতে ছোট ভাই ট্যাংকে পড়ে গেলে উদ্ধার করতে নামেন বড় ভাই। প্রায় ২ ঘন্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিস, বিজিবি, স্কাউটস এবং গ্রাম বাসীর সহযোগিতায় উদ্ধার করে সোহেল আহমেদকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরেকজন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে ।
এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।










