ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

৪৪তম বিসিএসে দেশসেরা পুলিশ ক্যাডার জুড়ীর শরীফ খান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ১৯১৭ বার পড়া হয়েছে

৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে আলোচনায় এসেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী শরীফ খাঁন (২৭) । তার এ অসাধারণ সাফল্যে সারা উপজেলায় বইছে আনন্দের বন্যা।

শরীফ খাঁন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলসাঙ্গন গ্রামের সন্তান। তার বাবা সিরাজ উদ্দিন ও মা জ্যোৎস্না খানম—উভয়েই সাধারণ পরিবার থেকে আসা হলেও সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সব সময় উৎসাহ দিয়েছেন।

শরীফ খাঁনের শিক্ষা জীবনের শুরু হয়  পাতিলসাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে , এঁর পর তিনি নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একনিষ্ঠতা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন একজন আদর্শ ছাত্র হিসেবে।

পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস তার বিসিএস প্রস্তুতির পথকে সহজ করে তোলে। শিক্ষক ও সহপাঠীদের মতে, শরীফ খাঁন সব সময় লক্ষ্য স্থির রেখে পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করেছেন। বিসিএস পরীক্ষায় তার সফলতা শুধু জুড়ী নয়, পুরো মৌলভীবাজার জেলাকেই গর্বিত করেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, শরীফ খাঁনের এই কৃতিত্বে এলাকাবাসীও ভীষণ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মসজিদ, বাজার সর্বত্রই তার প্রশংসা চলছে। অনেকেই মনে করছেন, এ অর্জন প্রমাণ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরাও উচ্চপর্যায়ে সাফল্য অর্জনে সক্ষম এবং সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে যেকোনো ক্ষেত্রেই সফল হওয়া যায়।

শরীফ খাঁন তার প্রতিক্রিয়ায় বলেন, এ সাফল্য আমি আমার বাবা-মা, শিক্ষক এবং পরিবার-পরিজনের উৎসাহ ও দোয়ার ফল হিসেবে দেখছি। আমি চাই, আমার অর্জন যেন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহ জোগায় এবং সবাই যেন স্বপ্ন দেখতে শেখে। তিনি দেশের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন।

তার এই কৃতিত্ব অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবে জুড়ী উপজেলার শিক্ষার্থীদের জন্য। শরীফ খাঁনের মতো তরুণদের সফলতা প্রমাণ করে, দেশীয় প্রতিভা ও চেষ্টা থাকলে বিশ্বদরবারে স্থান পাওয়া কোনো দূর স্বপ্ন নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪৪তম বিসিএসে দেশসেরা পুলিশ ক্যাডার জুড়ীর শরীফ খান

আপডেট সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে আলোচনায় এসেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী শরীফ খাঁন (২৭) । তার এ অসাধারণ সাফল্যে সারা উপজেলায় বইছে আনন্দের বন্যা।

শরীফ খাঁন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলসাঙ্গন গ্রামের সন্তান। তার বাবা সিরাজ উদ্দিন ও মা জ্যোৎস্না খানম—উভয়েই সাধারণ পরিবার থেকে আসা হলেও সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সব সময় উৎসাহ দিয়েছেন।

শরীফ খাঁনের শিক্ষা জীবনের শুরু হয়  পাতিলসাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে , এঁর পর তিনি নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একনিষ্ঠতা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন একজন আদর্শ ছাত্র হিসেবে।

পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস তার বিসিএস প্রস্তুতির পথকে সহজ করে তোলে। শিক্ষক ও সহপাঠীদের মতে, শরীফ খাঁন সব সময় লক্ষ্য স্থির রেখে পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করেছেন। বিসিএস পরীক্ষায় তার সফলতা শুধু জুড়ী নয়, পুরো মৌলভীবাজার জেলাকেই গর্বিত করেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, শরীফ খাঁনের এই কৃতিত্বে এলাকাবাসীও ভীষণ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মসজিদ, বাজার সর্বত্রই তার প্রশংসা চলছে। অনেকেই মনে করছেন, এ অর্জন প্রমাণ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরাও উচ্চপর্যায়ে সাফল্য অর্জনে সক্ষম এবং সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে যেকোনো ক্ষেত্রেই সফল হওয়া যায়।

শরীফ খাঁন তার প্রতিক্রিয়ায় বলেন, এ সাফল্য আমি আমার বাবা-মা, শিক্ষক এবং পরিবার-পরিজনের উৎসাহ ও দোয়ার ফল হিসেবে দেখছি। আমি চাই, আমার অর্জন যেন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহ জোগায় এবং সবাই যেন স্বপ্ন দেখতে শেখে। তিনি দেশের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন।

তার এই কৃতিত্ব অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবে জুড়ী উপজেলার শিক্ষার্থীদের জন্য। শরীফ খাঁনের মতো তরুণদের সফলতা প্রমাণ করে, দেশীয় প্রতিভা ও চেষ্টা থাকলে বিশ্বদরবারে স্থান পাওয়া কোনো দূর স্বপ্ন নয়।