মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চার বারের মেয়র মো. মহসিন মিয়া মধুকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির জেলা আহবায়ক ফয়জুল কমির ময়ূন। গত ১ এপ্রিল মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন
ফয়জুল কমির ময়ূন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক ৪ বারের নির্বাচিত জননন্দিত মেয়র মহসিন মিয়া মধুকে গ্রেফতারের প্রতিবাদ জানাই। জনাব মহসিন মিয়া মধু বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক পুরোপকারী,তিনি দেশ ও সমাজ বিনির্মাণে কাজ করে চলেছেন। আমি অবিলম্বে তার মুক্তির দাবি জানাই।
উল্লেখ্য যে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘বিনা লাভের বাজার’ পাশে ব্যাটারিচালিত অটো রিকশা রাখাকে কেন্দ্র করে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনার মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। পরে সাবেক মেয়র মহসিন মিয়া ঘটনাস্থল ত্যাগ করে বাসায় চলে যান। পরে এক পর্যায়ে আনার মিয়া নিজ এলাকা পশ্চিমভাড়া গ্রামে মসজিদে মাইকিং করে ৫০০-৬০০ লোকজন জড়ো করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শহরে বিভিন্ন সড়কে এবং মধুর মিয়া বাসায় তান্ডব চালায়। এ সময় ঈদের কেনাকাটা করতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় শহরের বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা লোকজন বিভিন্ন মার্কেটে আটকা পড়েন। পরে সেনাবাহিনীর পুলিশের সহযোগিতায় মাকের্টে আটকে পড়া লোকজন বাসা-বাড়িতে ফিরেন। পরে মেয়রসহ ১৪জন আটক করা হয়।
[caption id="attachment_7623" align="alignnone" width="845"] মহসিন মিয়া মধু (ফাইল ছবি)[/caption]
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.