আজ ১০ই মার্চ সোমবার মৌলভীবাজার চৌমুহনাস্থ কায়রান হোটেলে দৈনিক মৌমাছিকন্ঠ এর উদ্যোগে মৌলভীবাজারে অবস্থানরত ইলেকট্রনিক,প্রিন্ট,অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় উক্ত ইফতারে উপস্থিত ছিলেন মৌমাছি কন্ঠের পরিচালক বোর্ডের সদস্য ইউকে প্রবাসী এ. কে.কাইয়্যুম তালুকদার,জেলা জামাতের সহকারী সেক্রেটারি শাহ আলাউদ্দিন।
অথিতির বক্তব্যে এ. কে.কাইয়্যুম তালুকদার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভুমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত। তিনি বলেন, সাংবাদিকরা তুলে ধরবেন, সাংবাদিক ভুল করলে সাংবাদিকের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভুমিকা রাখার আহ্বান জানান
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল,এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, জেড নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহ মাছুম ফারুকী, সাংবাদিক আব্দুল মছব্বির,মুক্তিবানী সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান মনির,চিনু রঞ্জন তালুকদার,ওমর ফারুক নাঈম,লন্ডন প্রবাসী তানভীর আঞ্জুম আরিফ,মঞ্জু বিজয় চৌধুরী, সাংবাদিক রিপন আহমদ,পায়েল, বিকাশ সহ মৌমাছি কন্ঠের প্রতিনিধি বৃন্দ।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.