দেশের মানুষ আর কখনো ফ্যাসিবাদ মেনে নেবে না- অধ্যাপক মজিবুর রহমান

- আপডেট সময় : ১১:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১৮৭৩ বার পড়া হয়েছে

দেশের মানুষ আর কখনো ফ্যাসিবাদ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ থেকে গণতন্ত্র নির্বাচনে গেছে। দিনের ভোট রাতে হয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির আর নেই।
শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আরও বলেন, তাদের প্রশাসন এ ডামি নির্বাচনে সহযোগিতা করেছে। জনগণ তাদের বিতর্কিত এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ লুটেরার দল এখন ভারতে বসে এদেশ এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আবারও লুটপাটের স্বপ্ন দেখছে।
দেবিদ্বার রেয়াজউদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে পৌর শাখার আমির ফেরদৌসের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন, উত্তর জেলার জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, জামায়াতের ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, গাজীপুর মহানগরের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারক, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোবারক হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. সানাউল্লাহ রাসেল প্রমুখ।