রংপুরে তথ্য মেলার চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা হয় স্টলসংশ্লিষ্টদের।
একই সঙ্গে দুটি স্টলের কর্মকর্তাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন।
রংপুরে তথ্য মেলার চারটি স্টলে ফ্যাসিবাদের লিফলেট বিতরণ করার বিষয়টি নিয়ে সেখানে প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ২ দিনের এ তথ্য মেলার আয়োজন করে।
উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল।
স্থানীয়রা জানান, মেলা উদ্বোধনের পর নানা শ্রেণিপেশার মানুষ ঘুরতে যান সেখানে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিদর্শন করতে গিয়ে চারটি স্টলে দেখতে পান মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট প্রচার করা হচ্ছে।
স্টলগুলো হলো রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা মৎস্য অফিস, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা অফিসের স্টলে।
সেখানে বিতরণ করা লিফলেটগুলোতে লেখা ছিল,নিরাপদ মাছে ভরব দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ,বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে আগামীতেও মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের সময়কার মুজিববর্ষের লোগোও দেখা যায় লিফলেটে।
এ ধরনের ফ্যাসিবাদের লিফলেট বিতরণ করার বিষয়টি নিয়ে সেখানে প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা সমন্বয়ক ইমরান আহমেদ সময় সংবাদকে বলেন,আমরা মনে করি এই ধরনের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত।
এরকম একটি আয়োজনে তাদের মুজিববর্ষের লিফলেট প্রচার করার তীব্র নিন্দা জানাচ্ছি।
আমরা জেলা প্রশাসককে জানিয়েছি পুরো ব্যাপারটি খতিয়ে দেখবার জন্য।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সাথে কথা হোলে তিনি সাংবাদিক দের বলেন যখন মেলা উদ্বোধন করা হয় তখন এ ধরনের লিফলেট কোনো স্টলে ছিল না।
পরে মঞ্চে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রমাণসহ আমাকে জানান যে দুটি স্টলে মুজিববর্ষের লিফলেটসহ শেখ হাসিনার বাণী প্রচার করা হচ্ছে।
পরে এ ঘটনা সংশ্লিষ্ট রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের ডেকে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট অফিসগুলোর কাছে লিখিত ব্যাখ্যাসহ মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করেছি।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552