কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় স্ত্রীর হাতে স্বামীর গলা*কাটার মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল রাতে মোঃ মঈনুদ্দিন (৩৫), যিনি সিঙ্গাপুর প্রবাসী, তার স্ত্রী কোনো অজানা কারণে ব্লেড দিয়ে তার গলা কেটে দেন।
মঈনুদ্দিন নুর ইসলামের ছেলে এবং তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ভোটহাট এলাকায়। আহত অবস্থায় তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, মঈনুদ্দিন সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তবে স্বামীর গলা*কাটার পেছনে স্ত্রীর উদ্দেশ্য বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি জানান, "ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত স্ত্রীকে আইনের আওতায় আনা হবে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।"
উল্লেখ্য, মঈনুদ্দিনের পরিবার ও স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। স্ত্রীর এমন নৃশংস আচরণে সবার মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552