বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, জহির চৌধুরী, সিএম আরিফ আব্দুল্লাহ, শাওন কর, সাইদ মেহদী সাদী, জাবেদ কাদির, অলক কর, কণ্ঠশিল্পী রাজন খান, কন্ঠশিল্পী এফ কে ফয়সল, সদর উপজেলা জাসাসের আহবায়ক হেলাল মিয়া, দিলওয়ার হোসেন সাজন, হাসনাত কবির, এমদাদ তালুকদার, আল-আমিন হোসেন, সাকিব আহমদ, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহেদ হোসেন জনি, কানাইঘাট উপজেলা জাসাসের সদস্য সচিব কলিম উল্লাহ, সুমন আহমেদসহ নেতৃবৃন্দ।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552