যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর পুনরুত্থান প্রতিরোধে অব্যাহত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) আঙ্কারায় এক বৈঠক শেষে তারা এই অবস্থান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়, বিশেষত দেশটির উত্তরাঞ্চলে মার্কিন-সমর্থিত কুর্দি বাহিনী এবং তুরস্ক-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘাত।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমাদের দেশগুলো দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছে এবং অনেক কিছু দিয়েছে আইএসের আঞ্চলিক খেলাফত নির্মূল করতে। এই হুমকি যেন আবার মাথাচাড়া না দেয়, তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।
বৈঠকের পর ফিদান বলেন, সিরিয়ায় আমাদের অগ্রাধিকার হচ্ছে স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসের মাটি শক্ত হতে না দেওয়া এবং ইসলামিক স্টেট ও পিকেকে যেন সেখানে আধিপত্য বিস্তার করতে না পারে তা প্রতিরোধ করা।
তিনি আরও বলেন, আমরা এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি—আমাদের সাধারণ উদ্বেগ কী এবং এর সমাধানে আমরা কী করতে পারি।
ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্ক সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দিলেও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ে তাদের স্বার্থে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এসডিএফ যুক্তরাষ্ট্রের একটি জোটের প্রধান সহযোগী, যা আইএসের বিরুদ্ধে লড়াই করছে। তবে এসডিএফের নেতৃত্বে থাকা পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-কে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর শাখা হিসেবে দেখে, যা তুরস্কে নিষিদ্ধ এবং চার দশক ধরে তুরস্ক সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর কী চিত্র দেখতে চায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র, তা নিয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে।
এর আগে এই সপ্তাহে তুরস্ক-সমর্থিত বাহিনী উত্তর সিরিয়ার মানবিজ শহরটি এসডিএফের কাছ থেকে দখল করে। এসডিএফ এরপর ইউফ্রেটিস নদীর পূর্বে সরে যায়। সিরিয়ার বিরোধী সূত্রে রয়টার্সকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও তুরস্ক এসডিএফের প্রত্যাহার নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে ব্লিঙ্কেন বা ফিদান, কেউই এই সমঝোতা নিয়ে কোনও মন্তব্য করেননি।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552