ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আমরা চাই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেন, তাদের নিয়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।’
শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিরপুর জোনের আয়োজনে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হামদ-নাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী, এমপি এবং আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তা; যাদের নির্দেশে আমাদের হাজার হাজার ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের রক্ত কখনও বৃথা যাবে না। হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে।’
আয়োজনে পল্লবীর দারুর রাশাদ মাদ্রাসা, বায়তুস সালাম মাদ্রাসা এবং ছাত্র, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য মুরুব্বিসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552