লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭৪ জন নিহত হয়েছে। আহত এক হাজারের বেশি। সোমবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ৮০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় ২১ শিশু ও ৩৯ নারী নিহত হয়েছে।
মন্ত্রী বলেছেন, বাড়িঘর, চিকিৎসা কেন্দ্র, অ্যাম্বুলেন্স এবং পালানোর চেষ্টাকারীদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নাবাতিয়েহ’র আল-দুয়ার শহরের রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ এবং ধ্বংসস্তূপ দেখা গেছে। সেখানকার বাসিন্দাদের আতঙ্কে চিৎকার করতেও দেখা গেছে। এমনকি হামলায় অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী-আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবানন ও লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর প্রায় ৮০০ টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
এর আগে, হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলে ইসরায়েলি বাহিনী। তাদের অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে।
লেবানন জুড়ে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে স্কুলগুলো দুই দিনের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে আজ আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।
হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
এমন পরিস্থিতিতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেছেন, ইসরায়েল ব্যাপক সংঘাত চাইছে।
পেজেশকিয়ান আরও বলেন, যদি মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধ শুরু হয়, তাহলে তা সারা বিশ্বে কারো উপকারে আসবে না।
ইসরায়েলের পদক্ষেপগুলোকে বিধ্বংসী যুদ্ধ বলেছেন লেবাননের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, লক্ষ্য অর্জন না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
Leave a Reply