বাংলাদেশ জামায়াতে ইসলামী মুদাফরগন্জ উত্তর ইউনিয়নের সেক্রেটারি মোঃ আমান উল্লাহ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ডক্টর এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার আমীর হাফিজ জহিরুল ইসলাম,
এই সময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং মুদাফরগন্জ উত্তর ইউনিয়নের আমীর মাওলানা নুরে আলম,মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওবায়েদ রহমান, মাওলানা মহিন উদ্দিন, মাওলানা ওয়াজি উল্লাহ, মাওলানা মজিবুর রহমান, মু নেয়ামত উল্লাহ, রাসেল, সাকিল সহ আরও অনেকেই।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের পর্যায়ক্রমে প্রতিটা কার্যক্রম অব্যাহত রয়েছে, এছাড়াও খুব শীঘ্রই বান বাসীদের মাঝে টিম করে মেডিকেল চেকআপ এর ব্যবস্থা করা হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন আমরা কোনো দলের সাথে কোনো সহিংসতায় জড়াব না, বিগত সরকারের প্রধান শেখ হাসিনার সরকার ও তার দল যে কর্মকাণ্ড করেছে তার জন্য তার আজকের এই পরিণতি ,সেটা আমরা আপনারা সবাই দেখেছি। জনগণের যেন কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে সকল নেতা কর্মীকে আহবান জানান তিনি ।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552