ঘরে বসে আয় করার জন্য বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় মাধ্যম ফ্রিল্যান্সিং। মূলত এটি স্বাধীন পেশা এবং উচ্চ আয়ের মাধ্যম হওয়ার কারণে তরুণ সমাজের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে।
এই আলোড়ন তৈরি করতে কুমিল্লায় নগরীতে ফিল্যান্সার ফারুকের হাতে গড়ে উঠেছে এক্সপাট আইটি পার্ক নামে একটি প্রতিষ্ঠান ,এক্সপাট আইটি পার্কের পরিচালক ওমর ফারুক ও মেন্টর রুবেল হাসান হৃদয় ও সাকিবুল হাসানের সাবিক তত্বাধানে অত্যন্ত সুনামের সহিত অনলাইন অফলাইন কোর্সের মাধ্যমে সারাদেশ থেকে আগত বিভিন্ন ষ্টুডেন্টদের অ্যাডভান্স ডিজিটাল মাকেটিং , অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন , ওয়েব ডিজাইন , স্পোকেন ইংলিশ এই কোর্স শিখিয়ে থাকে।
এক্সপাট আইটি পার্কের পরিচালক বলেন আমাদের প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত,প্রতিব্যাচে সীমিত শিক্ষার্থী,শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, তাছাড়াও রয়েছে মার্কেটপ্লেসের বাহিরে কাজ পাবার বিশেষ ক্লাস, বায়ার পেলে জুম মিটিং এ গিয়ে কাজ নিয়ে দিতে সহযোগিতা করা,টিম হয়ে কাজ করার সুবিধা,কোর্স শেষে সাটিফিকেট প্রদান করে থাকি
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552