পাওলো দিবালার জন্য সুখবর। আকস্মিকভাবে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন তিনি।
সৌদি আরবের আল কাদসিয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইতালি রাজধানী থেকে যাওয়ার সিদ্ধান্তের পুরস্কারই হয়তো পেলেন রোমা অ্যাটাকার।
এক সপ্তাহ আগে আর্জেন্টিনা চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছিল। ইনজুরির কারণে এই দলে নেই লিওনেল মেসি। অবসর নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়াও। তাদের অনুপস্থিতিতে দিবালাকে দেখার প্রত্যাশা ছিল। কিন্তু ২৮ জনের ওই দলে কোচ লিওনেল স্কালোনি তাকে ডাকেননি।
সৌদি আরবের ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরপর ৩০ বছর বয়সী ফরোয়ার্ডকে যুক্ত করা হলো দলে।
আল কাদসিয়াকে ফিরিয়ে দেওয়ার পর দিবালা বলেছিলেন, ‘আমি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চাই। সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমি অনেক কিছু ভেবেচি। আমার পরিবার, আমার স্ত্রী, দল, শহর, জাতীয় দলে আমার ফেরার আকাঙক্ষা। এটা শুধু টাকার ব্যাপার চিল না। যখন আপনি সংখ্যাগুলোর দিকে তাকাবেন, তখন কোনও কিছু ভাববেন না। কিন্তু শেষ পর্যন্ত আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
চিলির বিপক্ষে ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে বিশ্ব চ্যাম্পিয়নরা সুবিধাজনক অবস্থানে। ৬ ম্যাচে ৫ জয় আর ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্কালোনির দল।
Leave a Reply