সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলের ফাইনাল আজ। প্রথম শিরোপায় চোখ বাংলাদেশের। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আনফা কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর পৌনে তিনটায়। ফাইনাল বলেই আছে অতিরিক্ত সময়। তাই আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে খেলা।
এর আগে তিনবার ফাইনাল খেলেও ছোঁয়া হয়নি ট্রফি। সবশেষ দু’বছর আগের ভুল এবার আর করতে চায়না বাংলোদেশ। পরিকল্পনার সফল বাস্তবায়নে কাজটা সহজ জানেন বাংলাদেশ কোচ।
সাফ যুব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশে
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552