মৌলভীবাজারের রাজনগরে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে মনু নদে নিখোঁজ হন সাদিক হোসেন হৃদয় (১৯) নামে ওই তরুণ।
শনিবার (২৪ আগস্ট) সকালে রাজনগর সদর ইউনিয়নের পুদিনাপুর এলাকায় (ময়নার দোকান) তার মরদেহ পাওয়া যায়।
মৃত ওই তরুণ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের সোনাওর আলীর ছেলে। তিনি মুন্সিবাজার এলাকার একজন ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
মনু নদের বাঁধ ভেঙে বন্যার পানি আশপাশের লোকালয়ে প্রবেশের সঙ্গে প্রচুর মাছ আসার খবরে স্থানীয়দের অনেকেই ময়নার দোকান নামের স্থানটিতে মাছ ধরতে যান।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে বাবার সঙ্গে হৃদয়ও খেয়া জাল দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে হৃদয় তার হাতে বাঁধা খেয়া জাল পানিতে ছুড়ে মারেন। তখন জালের রশির টানে কিছু বুঝে ওঠার আগেই পানিতে পড়ে যান তিনি।
স্রোতের তীব্রতার কারণে পানিতে নেমে হৃদয়কে উদ্ধার করার সাহস করেনি কেউ। তবে তার বাবা সঙ্গে সঙ্গেই পানিতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। পানির স্রোতের কারণে মুহূর্তেই নিখোঁজ হন হৃদয়।
বন্যার পানি ছড়িয়ে পড়ায় রাজনগর উপজেলার একাধিক গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে রাতের ঘন অন্ধকারে উদ্ধার তৎপরতা চালাতে ব্যর্থ হয় স্থানীয় ফায়ার সার্ভিস।
পরে শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালিয়েও হৃদয়ের কোনও খোঁজ পায়নি।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা জানান, এর পরদিন আজ শনিবার সকালে স্থানীয়রা হৃদয়ের মরদেহ দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তাকে জালে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552