লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতাহ-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) এই হামলা হয়। ফিলিস্তিনি গোষ্ঠীর এক সিনিয়র সদস্য ও একটি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গোষ্ঠীটির এক সিনিয়র সদস্য ফাতি আবু আল-আরাদাত বলেছেন, সিডনে ইসরায়েলি হামলায় খলিল মাকদাহ নিহত হয়েছেন।
দশ মাসের বেশি সময় ধরে গাজায় চলমান যুদ্ধ ও হিজবুল্লাহর সঙ্গে পাল্টা পাল্টি হামলার মধ্যে এই প্রথম ফাতাহ-এর বিরুদ্ধে ইসরায়েলি হামলার খবর জানা গেলো। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পশ্চিম তীর শাসন করছে। তাদেরকে গাজার শাসক গোষ্ঠী হামাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হয়।
লেবাননে একটি নিরাপত্তা সূত্রও নিহতের কথা নিশ্চিত করে জানিয়েছে, একটি গাড়ি হামলার শিকার হয়েছে।
ঘটনাস্থল থেকে এএফপির প্রতিনিধি জানিয়েছে, একটি ফিলিস্তিনি শিবিরের কাছে একটি গাড়ি হামলার শিকার হয়েছে। বিধ্বস্ত গাড়ি থেকে উদ্ধারকর্মীরা একটি মরদেহ বের করেছেন।
লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গাড়িটিতে ড্রোন হামলায় মাকদাহ নিহত হয়েছেন।
ফাতাহ-এর লেবানন শাখার সশস্ত্র বিভাগের প্রধান মৌনির মাকদাহ বলেছেন, তার ভাই খলিল নিহত হয়েছেন। আল-আকসা শহীদ ব্রিগেডের এক কমান্ডার ছিলেন তার ভাই।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552